অবসর ও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন সাকিব
বিশ্বমঞ্চে দেশের ক্রিকেটের দূত বলা যায় সাকিব আল হাসানকে। বর্ণিল এক ক্যারিয়ার গড়েছেন তিনি। তিন ফরম্যাটেই তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপ মিশনে অংশ নিতে দেশ ছাড়ার আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) একটি টেলিভিশনকে নিজের নানা অভিমত ও ক্রিকেট বোর্ডের নানা ইস্যুতে কথা বলেন সাকিব। এসময় নিজের অধিনায়কত্ব ছাড়ার ও অবসরের প্রসঙ্গও টানেন তিনি।
সাকিব বলেন, ‘আজকে এখন এই অবস্থায় বলছি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেবো। টেস্টের অবসর শিগগিরই। তবে একেক ফরমেট একেক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করবো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর।’
যার অর্থ দাঁড়ালো, তিন ফরম্যাট মিলিয়েই ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফির পর হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না সাকিবকে। এটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত? সাকিব জানালেন, এটা এখন পর্যন্ত তার ভাবনা। তবে একটু আশাও রেখে দিলেন, ‘ভবিষ্যৎ কে বলতে পারে!’
সাক্ষাৎকারে আরও অনেক বিষয়েই কথা বলেছেন সাকিব। বিশ্বকাপ দল থেকে তামিমের বাদ পড়ার প্রসঙ্গ এলে তিনি বলেন, ‘আমি তো দল পরিচালনা করি না। ড্রেসিংরুমের পরিবেশের ব্যাপার আছে, মাঠ এবং মাঠের বাইরের বিষয় আছে, একটা লম্বা প্রসেসে দল ঠিক করা হয়। আমার কাছে মনে হয় আমি এগুলোতে কমই জড়িত।’