parbattanews

শেখ হাসিনা শান্তিচুক্তি করে পাহাড়ে যুদ্ধাবস্থা পরিস্থিতির অবসান ঘটিয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি করে পাহাড়ে যুদ্ধাবস্থা পরিস্থিতির অবসান ঘটিয়েছে। পার্বত্য চট্টগ্রাম এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা এ অঞ্চলে উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে হবে।

শনিবার(২৩ ডিসেম্বর) দুপরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের  ১ম পুনর্মিলনী উৎসব উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়ন অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন।

পরে ব্যানার নিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা মিলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অনেক দিন পর  প্রিয় ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমানদের মিলন মেলায় পরিণত হয়।

উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, সদর জোন কমান্ডার  জিএম সোহাগ, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার আলী আহমেদ খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাতে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শকদের মাতাবেন আইয়ুব বাচ্চুসহ স্থানীয় শিল্পীরা। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী।

১ম পুনর্মিলনী উৎসবে ষাট বছরে বিভিন্ন ব্যাচের স্মৃতি রোমন্থ করে দিতে একাডেমিক ভবন গুলোর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রঙিন দেয়াল চিত্র। পৃথক পৃথক ব্যাচের তোরণ, ফেস্টুন ও ব্যানারে ছেঁয়ে গেছে জেলা শহরের বিভিন্ন অলিগলি।

জানে আলমের সঞ্চালনায়ে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম ও দীপক সেন।

Exit mobile version