parbattanews

অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে মাটিরাঙ্গায় ইটভাটায় জরিমানা


নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে এক ইটভাটা মালিকের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম মশিউর রহমান এ আদালত পরিচালনা করেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম মশিউর রহমান জানান, মাটিরাঙ্গার বটতলীতে জাকির হোসেন কোম্পানির মালিকানাধীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ওই ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য গত ১০ জানুয়ারি পরিচালিত এক অভিযানে কাঠ পোড়ানোর দায়ে জসিম উদ্দিন মজুমদারের মালিকানাধীন ইট ভাটায় কাঠ পোড়ানোর দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার।

Exit mobile version