অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ফেনী সীমান্তে পুরোহিত আটক
ফেনীতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত যাওয়ার সময় দ্বৈত নাগরিক একজন পুরোহিতকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম মিরসরাই উপজেলার অলিনগর সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বাংলাদেশি জাতীয়পরিচয়পত্র অনুযায়ী, আশীষ পুরোহিত (৬৫), চট্টগ্রাম এনায়েত বাজার এলাকার ২৩৪, এস এ চৌধুরী লেনের মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ভারতীয় পরিচয়পত্র (আধার কার্ড) অনুযায়ী তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার ঢাকুরিয়া এলাকার ১৬ নস্কর পাড়া লেনের বাসিন্দা।
বুধবার (২৭ নভেম্বর) ফেনীর বিজিবি’র ৪ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে অলিনগর বর্ডার আউট পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকার ভারত সীমান্ত এলাকার বাংলাদেশের ভেতরে পূর্ব অলিনগরে আশীষ পুরোহিতকে আটক করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যাচ্ছিল। দ্বৈত নাগরিকত্ব এবং অবৈধ পারাপারের দায়ে তাকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি’র ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।