parbattanews

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারসহ ৩৩ রোহিঙ্গা আটক

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট থেকে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ মে) রাত ১২টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূরে একটি ট্রলারসহ তাদের উদ্ধার করেন নৌবাহিনীর ‘বানৌজা আলী হায়দার’ নামক জাহাজ।

সূত্রে জানা যায়, টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার খবরে সেন্টমার্টিন উত্তর-পশ্চিমে ২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। এ সময় মালয়েশিয়াগামী একটি ট্রলারসহ ৩৩ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও ১জন শিশু। তারা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত রোহিঙ্গা।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম বলেন, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সেন্টমার্টিন কোস্ট গার্ডকে হস্তান্তর করা হবে।

Exit mobile version