অভিনয় ছেড়ে পরিচালনায় প্রসেনজিৎ!

fec-image

পশ্চিম বঙ্গের জনপ্রিয় ও গুণী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নতুন বছর পড়তেই সকলকে জানালেন শুভেচ্ছা। একই সঙ্গে জানালেন ২০২৪ এর জন্য তাঁর পরিকল্পনা কী।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালটাকে নিজের অভিনীত সিরিজ জুবিলির সঙ্গে তুলনা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

জানালেন সবার আশীর্বাদে এই বছর তিনি একাধিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ভালোই কেটেছে তাঁর এই বছরটা। একই সঙ্গে তাঁর কথায় উঠে এল দশম অবতার ছবিটির কথা।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, ‘কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি অযোগ্যর শুটিং শেষ হল সবে। এটা আমার আর ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি। এছাড়াও আমার একটি হিন্দি ছবিও আসতে পারে। কথা বলছে। তবে সত্যি বলতে এখন যা অফার আসবে সেটাই করব এমনটা নয়।’

নতুন বছরে কী কী রেজোলিউশন নিলেন প্রসেনজিৎ? এই প্রসঙ্গে অভিনেতা জানান, ‘আমি প্রতিজ্ঞা করলেও সেটা কখনও পূরণ করতে পারি না। আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই যাতে আমার অভিনয় সত্ত্বাকে চ্যালেঞ্জ করা হয়। তাই আশা করছি ২০২৪ আমার জন্য পজিটিভ কিছুই নিয়ে আসবে।’

একই সঙ্গে প্রসেনজিৎ জানান, তিনি এবার এবার ক্যামেরার সামনে নয়, পিছনে কাজ করতে চান। তাঁর কথায়, ‘আমি ২০২৪-২৫ এর মধ্যে পরিচালনা শুরু করে দেব। এটা নিয়ে পুরোদমে কাজ শুরু করে দিয়েছি। তবে নটী বিনোদিনীর আগে অন্য কোনও ছবি পরিচালনা করব।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পশ্চিম বঙ্গ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন