parbattanews

অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যামিনীপাড়া বিজিবি

অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি’র যামিনীপাড়া ব্যাটালিয়ন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে নায়েব সুবেদার মো: হাফিজুর রহমানের নেতৃত্বে বড়নাল ইউনিয়নের বোর্ড অফিস বাজারে মো: সোহরাব হোসেন রাজুর মুদি দোকানে অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

মো: সোহরাব হোসেন রাজু( ৩০) বড়নাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রাইটার হুজুর পাড়ার বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।

বুধবার সকালের দিকে যামিনীপাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস কনফারেন্স এ সব তথ্য প্রদান করা হয়। এ সময় জানানো হয়, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই অভিযান চালানো হয়েছে। অভিযুক্ত পলাতক ব্যাক্তির কোন সন্ত্রাসী সংঠনের সাথে সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: মিজানুর রহমান, পি এস সি, জি বলেন, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় কোন দুষ্ট লোকের ঠাঁই হবেনা। চাঁদাবাজ বা অস্ত্রধারী শান্তিপ্রিয় সাধারণ জনগনের শত্রু, তাদেরকে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত অস্ত্র  ও গুলি মাটিরাঙ্গা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

Exit mobile version