parbattanews

কক্সবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ১০ হাজার টাকা অর্থদণ্ড

প্রতিষ্ঠানে প্রতিশ্রুত মূল্য অপেক্ষা অধিক দাম নেওয়ার অভিযোগে কক্সবাজার শহরে ফলের আড়ৎদারকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো: নুরুল আলম (৪২)। তিনি কক্স সিটি সুপার মার্কেটস্থ মেসার্স নুরুল আলম ফল বিতানের স্বত্ত্বাধিকারী।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন এ দণ্ড প্রদান করেন।

একই দিন শহরের বিভিন্ন ফলের দোকান, গ্যাসের সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। সতর্ক করা হয়েছে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের। অভিযানকালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর তরুণ বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন বলেন, ১৭০০ টাকায় এক প্যাকেট কমলা মাত্র কিনে তা বিক্রি করতেছে ২২০০ টাকা। ক্ষেত্র বিশেষে এর চেয়ে আরো বেশীও নিচ্ছে। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ক্রয় রশিদ ও বিক্রয় রশিদের সত্যতা পাওয়া যায়। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা এর আলোকে দণ্ডযোগ্য অপরাধ।

তিনি বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে অধিক মূল্য আদায়কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version