অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক নোংরা কালচার চাই না : সারজিস আলম

fec-image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপি তেলা মাথায় তেল দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় ন্যায্য হিস্যার কথা বলতে এনসিপি সবার আগে যাবে।’

মঙ্গলবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে জাতীয় নাগরিক পার্টি ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী একটি নতুন বাংলাদেশ।

এই বাংলাদেশে কোনো রাজনৈতিক নোংরা কালচার চাই না। আমরা এনসিপি করি বলে বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের কেউ একজন আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে—এই কালচার আমরা চাই না।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে এই দিনাজপুর জেলায় ৯ জন জীবন দিয়েছেন। শত শত যোদ্ধা রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন।

আপনাদের সন্তানরা তাদের কাজগুলো সম্পন্ন করেছেন। এখন বাবা, চাচা, মা ও বোন হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে দল দেখে কাউকে ভোট দেওয়ার দরকার নেই, কোনো একটা মার্কা দেখে অন্যভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই।

কেউ যদি একজন ভালো মানুষ হয়, ভালো কাজ করে তাকে ভোট দিন। কারণ ভালো মানুষের হাতে যদি ক্ষমতা থাকে, সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে।

পথসভায় ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ফারহানা দিবা, যুগ্ম সংগঠক আলী নাসের, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশীদ ইমন, যুগ্ম সংগঠক আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় কমিটির শ্রমিক উইংয়ের সদস্য মো. রেজাউল ইসলাম প্রমুখ।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সারজিস আলম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন