অর্থনৈতিক উন্নয়নে আলীকদমে ধান কাটা এবং মাড়াই উৎসব উদযাপিত

বান্দরবানের আলীকদমে সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে অর্থনৈতিক উন্নয়নে আলীকদমে ধান কাটা এবং মাড়াই উৎসব-২০২৩ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় আলীকদম সেনা জোনের আওতাধীন এলাকায় ৫০ শতক কৃষি জমিতে ফলনকৃত ধান কাটা উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. সাব্বির হাসান, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম জোন।

এসময় জোন সদরের উপস্থিত সেনা সদস্যসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে সচল রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে কৃষকদের মাঝে কৃষি কাজের বিভিন্ন উপকরণ ও গবাদি পশু পালনের জন্য সহায়তা প্রদান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পে পতিত জমিতে কৃষি কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, আলীকদম জোন কর্তৃক গবাদি পশু যেমন- গরু, গয়াল, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি পালন ও মৎস চাষ করা হয়ে থাকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন