parbattanews

অর্থের বিনিময়ে পুলিশের চাকরি দেয়ার প্রলোভনে আটক ১

প্রতীকী ছবি

বান্দরবানে টাকার বিনিময়ে পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগে মো. ফারুফ (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে তাকে আটক করা হয়।

জানা গেছে, নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে রোয়াংছড়ি, লামা উপজেলা’সহ বিভিন্ন স্থানে কয়েক দিন থেকে চাকরী প্রার্থীদের পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছে মো. ফারুফ (৩০)। বিনিময়ে সাত লাখ টাকা দাবি করে আগ্রহীদের কাছে।

তবে কনস্টেবল পদে অনিয়ম ঠেকাতে বান্দরবান কঠোর অবস্থান নেয় পুলিশ প্রশাসন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো প্রচারণায় প্রতারকদের বিষয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দববান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, অভিযোগ আসার পর মারুফ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। থানা হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ নিয়োগে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। বান্দরবানে পুরুষ এবং মহিলা কনস্টেবল পদে মোট ৫০ জনকে নিয়োগ দেয়া হবে। সোমবার পুলিশ লাইনে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে।

Exit mobile version