parbattanews

অল্পের জন্য বেঁচে গেলেন মানিকছড়ির ইউএনও

unnamed copy

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

অল্পের জন্য বেঁচে গেছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বিনীতা রানী। যাত্রীবাহী বাসের ধাক্কায় তাকে বহনকারী জিপ গাড়িটি পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

সোমবার বেলা পৌনে ১০টার দিকে মাটিরাঙ্গার নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে পূর্ব নির্ধারিত মাসিক সভায় যোগ দিতে খাগড়াছড়ি যাচ্ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বিনীতা রানী।

বিষয়টি নিশ্চিত করে ঘটনার প্রত্যক্ষদর্শী মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, কোন কিছু বুঝে ওঠার আগেই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস রং সাইডে এসে পেঁছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক করা হয়েছে।

Exit mobile version