বাইশারীতে ব্যক্তি উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পুর্ব বাইশারী গ্রামের বাসিন্দা তরুণ সমাজসেবক, ব্যাংক এশিয়া লিঃ, বাইশারী বাজার শাখার পরিচালক তারেক মুহাম্মদ সালাহ উদ্দিন মামুন চৌধুরীর নিজ উদ্যোগে নিজস্ব তহবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল)সকাল ৯টায় পুর্ব বাইশারী নিজ বাসভবন এর মাঠে ৩৫ পরিবার এর মাঝে মাহে রমজান উপলক্ষে তৈল, চিনি, সেমাই, চোলা, মুড়ি খেজুরসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।তরুন
সমাজ সেবক মামুন চৌধুরী নিজেই উপস্থিত থেকে অসহায় কর্মহীন মানুষের মাঝে এসব সামগ্রী তুলে দেন।
মামুন চৌধুরী বলেন, এই দুর্যোগময় মুহুর্তে করোনাভাইরাস প্রতিরোধে মানুষ কর্মহীন হয়ে পড়ায় তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে এসব সামগ্রী প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব এর ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আবদুর রশিদ, তরুণ সমাজসেবক মামুন চৌধুরীর পিতা সাবেক মেম্বার মো. শফি প্রমুখ।