অসহায়দের মাঝে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের ত্রাণ বিতরণ


করোনা দুর্যোগে কর্মহীন ও অসহায়দের মাঝে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের আয়োজনে ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
সোমবার(৬ এপ্রিল)) উপজেলা মিলনায়তনে এসব পরিবারের মাঝে চাল, ডাল, পিঁয়াজ, আলু, লবণ ও তৈল সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমন, সহ সভাপতি বাবলু বিশ্বাস, ওয়াগ্গা ইউনিয়ন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমন, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মামুনসহ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন ও সম্পাদক এ আর লিমন বলেন, প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে ছাত্রলীগের মাধ্যমে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পেীঁছে দেওয়ার কথা উল্লেখ করেন।