অসহায়দের মাঝে যামিনীপাড়া জোনের অনুদান প্রদান

পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি মাটিরাঙ্গার যামিনীপাড়া জোন (২৩-বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ নভেম্বর ) যামিনীপাড়া জোনের কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় জোনের আওতাধীন ৩টি মসজিদ ও ১টি মাদ্রাসার উন্নয়নে নগদ অর্থ ও ২.৫ বান্ডিল টিন বিতরণ করেন।
এছাড়াও অসহায় এক পরিবারকে ঘর নির্মাণের ব্যবস্থা, অসহায় গরীব মহিলাকে আত্মকর্মসংস্থানের জন্য ১টি সেলাই মেশিন প্রদান করেন।
যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে শিক্ষার উপকরণ হিসেবে ১টি প্রিন্টার হস্তান্তর করেন এবং গরীব শিক্ষার্থীর এসএসসি’র ফরম ফিলআপের জন্য নগদ ২ হাজার টাকা ও ২ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্য বই বিতরণ করেন।
কঠিন রোগে আক্রান্ত একজনকে নগদ ১০ হাজার টাকা এবং জোনের আওতাধীন এলাকায় অবস্থিত বড়বিল মাদ্রসা, বিরাশিটিলা মাদ্রাসা, আসালং মাদ্রসা, মোল্লা বাজার মাদ্রাসা ও ডাক বাংলা মাদ্রাসায় ৭শত কেজি চাল অনুদান প্রদান করেন।
এছাড়াও স্থানীয় গরীব অসহায় ২০ জনকে শীত বন্ত্র বিতরণ করেন। সর্বমোট ১ লাখ ৩৫ হাজার ৮শত ৮৫টাকার অনুদান প্রধান করা হয়।
এই আর্থিক ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা বক্ত করেন জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল আলমগীর কবির পিএসসি।