parbattanews

অসহায় রোহিঙ্গাদের পাশে পাকিস্তান ভিত্তিক সাহায্যকারী সংস্থা তারেক ওয়েলফেয়ার  

ঘুমধুম প্রতিনিধি:

মিয়ানমার থেকে সে দেশের সেনাবাহিনী, বিজিপি ও রাখাইন সম্প্রদায়ের নির্মমতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তানের লাহোর ভিত্তিক সাহায্যকারী সংস্থা তারেক ওয়েলফেয়ার।

শনিবার(৪ নভেম্বর) সকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে উখিয়ার কুতুপালং অস্থায়ী শরণার্থী ক্যাম্পে সংস্থার বাংলাদেশ ভিত্তিক পরিচালক মো. ইসমাঈল হোছেনের নেতৃত্বে সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ রোহিঙ্গাদের ৮’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী ছাড়াও রোহিঙ্গা শিশুদের মাঝে গেন্সি, বিস্কুট ও চকলেট বিতরণ করা হয়।

এ সময় তারেক ওয়েলফেয়ার সংস্থার পরিচালক মো. ইসমাঈল ত্রাণ বিতরণের পাশাপাশি রোহিঙ্গাদের বর্বর নির্যাতনের কাহিনী শোনেন ও তাদের সমবেদনা জানান।

তিনি বলেন, সামান্য সহাযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে আমাদের সংস্থা। আগামীতে আরো ব্যাপকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন পরিচালকের ব্যক্তিগত সহকারী, সেনাবাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীগণ।

Exit mobile version