অসুস্থ আ’লীগ নেতা আশুতোষ রোয়াজাকে দেখতে গেলেন জেপি চেয়ারম্যান
প্রবীন নেতা ও জনপ্রতিনিধি আশুতোষ রোয়াজার অসুস্থতার খবর পেয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী মঙ্গলবার(২৯ অক্টোবর) তাকে দেখতে আসেন। দারোগাপাড়ার নিজ বাসায় শয্যাশায়ী এ প্রবীন নেতার সাথে কিছু সময় কাটান জেলা পরিষদ চেয়ারম্যান।
এসময় তিনি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দেন চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরিও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রামগড়ের প্রবীন আওয়ামী লীগ নেতা, সাবেক পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরশুরামঘাট মৌজার বর্তমান হেডম্যান আশুতোষ রোয়াজা(৭৫) স্ট্রোক জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। সপ্তাখানিক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসার জন্য তাকে ফেনীতে একটি প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন চিকিৎসা শেষে তিনি রামগড়ের দারোগাপাড়ার নিজস্ব বাড়িতে ফেরেন। বর্তমানে বাসায় তার চিকিৎসা চলছে।
এর আগে রামগড় উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দও অসুস্থ আওয়ামী লীগ নেতা আশুতোষ রোয়াজাকে দেখতে যান।