অস্কারে সেরা সিনেমা হলো আনোরা

fec-image

গত ২৩ জানুয়ারি ঘোষণা করা হয় ৯৭তম অস্কারের মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা। সেরা সিনেমা বিভাগে মনোনয়ন পায় ১০টি। এগুলো হলো— ‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘কনক্লেভ’, ‘ডুন: পার্ট টু’, ‘এমিলিয়া পেরেজ’, ‘আই এম স্টিল হেয়ার’, ‘নিকেল বয়েজ’, ‘দ্য সাবস্ট্যান্স’, ‘উইকেড’।
বাংলাদেশ সময় আজ ৩ মার্চ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল এবারের অস্কার আসর। সেরা সিনেমার পুরস্কার কার বরাতে, তা নিয়ে ছিল নানা জল্পনা। চূড়ান্ত আসর বসার আগেও ভবিষ্যদ্বাণী করেছেন চলচ্চিত্র সমালোচকরা। তারা মনোনয়ন পাওয়া ১০টি থেকে ৪টি সিনেমার নাম চূড়ান্ত করেন। তাদের অনুমান ছিল— ‘আনোরা’, ‘কনক্লেভ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘এমিলিয়া পেরেজ’। এই চার সিনেমার মধ্যে থেকে একটি জিতবে সেরার পুরস্কার। সর্বশেষ ঝলমলে সন্ধ্যায় সবাইকে পেছনে ফেলে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় ‘আনোরা’।
‘আনোরা’ সিনেমা পরিচালনা করেছেন শন বেকার। এ সিনেমার জন্যই সেরা পরিচালক হিসেবে অস্কার পেয়েছেন শন, মাইকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী। সেরা মৌলিক চলচ্চিত্রের পুরস্কারও সিনেমাটির দখলে। চিত্রনাট্য রচনা করেছেন শন বেকার। সেরা সম্পাদনার পুরস্কারও পেয়েছে সিনেমাটি।
কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে একজন স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। তারপর দুজন বিয়ে করেন। কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প বলেছেন শন। সিনেমাটিতে স্ট্রিপ ড্যান্সারের চরিত্র রূপায়ন করেছেন মাইকি ম্যাডিসন।
গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতে নেয় ‘আনোরা’। মূলত, সেই সময় থেকেই আলোচনায় রোমান্টিক-কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমা।
শন বেকারের সঙ্গে ‘আনোরা’ প্রযোজনা করেছেন নির্মাতার স্ত্রী সামান্থা কোয়ান। ২০২৩ সালে নিউ ইয়র্কে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়। ২০২৪ সালের ২১ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায় এটি।
গত বছরের ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘আনোরা’। দর্শকরা সিনেমাটি দেখতে চাইলে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে দেখতে পারবেন। আগামী ১৭ মার্চ থেকে জিও হটস্টারে সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সিনেমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন