parbattanews

অস্ত্রসহ আসামি ধরে সাহসিকতার অনন্য নজির গড়লেন আনসার সদস্য গুলশাখালীর শফিক

রাজধানীর রায়েরবাজার এলাকায় ইব্রাহিম চৌধুরী নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ ধরেছেন ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) সদস্য মো. শফিকুল ইসলাম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আনসার সদস্য শফিকুল ইসলামের বাড়ি রাঙ্গামাটি লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষীপাড়ায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইব্রাহিম চৌধুরীর নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে। গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে রায়েরবাজার পুলিশ ফাঁড়িসংলগ্ন একটি বাড়িতে পুলিশের সঙ্গে অভিযানে যুক্ত ছিলেন শফিকুল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোহাম্মদপুর থানায় কর্মরত আনসার সদস্য শফিকুল পুলিশের উপপরিদর্শক এএসআই উজ্জল মিয়ার সঙ্গে দায়িত্বে ছিলেন। আসামি ইব্রাহিমকে ধরতে তাঁরা রায়েরবাজার এলাকায় তাঁর বাসায় যান। কিন্তু বাড়িতে তালা দেওয়া দেখতে পেয়ে তাঁরা ওত পেতে থাকেন।

পরে একজনকে ওই ঘরে ঢুকতে দেখে ভেতরে গিয়ে আরও কয়েকজনকে তাঁরা দেখতে পান। এ সময় বাসার অন্য ঘরগুলো তল্লাশি করতে গেলে ইব্রাহিম চৌধুরী পিস্তল বের করে গুলি চালান। এ সময় সাহসিকতা দেখিয়ে শফিকুল লাফ দিয়ে ইব্রাহিমের হাত থেকে পিস্তল কেড়ে নেন এবং তাঁকে আটকে রাখেন। অন্য আসামিরা এ সময় পালিয়ে যান।

Exit mobile version