অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত)’র ৪ সদস্য আটক

fec-image

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাস্থ ১২ বীর বাঘাইহাট জোন সদরের আওতাধীন মুশফিক আর্মি ক্যাম্পের সামনে থেকে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত)’র ৪ সদস্যকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

শনিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২.১০টায় তাদের আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তাদের নিকট থেকে  ২টি এলজি,  এলজির ৫ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের ৩টি রশিদ বই, আদাইকৃত চাঁদা ২,১১৪টাকা, ৪টি মোবাইল এবং ইউপিডিএফ (প্রসীত) দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ২টি ব্যানার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, বিনয় চাকমা, পিতা-মৃত: বিজয় কুমার চাকমা,  উনিল চাকমা, পিতা-মৃত: আদি কান্ত চাকমা,  বিজয় চাকমা (স্মৃতি), পিতা-হরিরাম চাকমা ও বিকাশ চাকমা (বাইট্যা চাকমা), পিতা-দুলাই চাকমা।

সূত্র জানায়, আটককৃতদের অস্ত্র, গুলি এবং মালামালসহ সাজেক থানায় সোর্পদ করা হয়েছে। সাজেক থানা আসামীদের রাঙামাটি জেলা আদালতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ, আটক, ইউপিডিএফ (প্রসীত)'র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন