অস্ত্রের মুখে ডাকাতি


মৃত শিশুর লাশও গলাতে পারেনি ডাকাতদলের পাষাণ হৃদয় । মারধর করে সর্বস্ব লুটে নিয়েছে লাশের স্বজনদের ।
আজ সোমবার (৩ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজারের ঈদগাঁও থানার অদূরে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ জঘন্য ঘটনা ঘটে।
ডাকাত কবলিতরা ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ লম্বা শিয়া এলাকার বাসিন্দা।
মৃত নবজাতকের দাদী নুর আয়েশার ভাষ্য, তার ছেলে মুজাহিদ হোসেনের তিন দিন বয়সী শিশু সন্তানের নড়াচড়া সন্দেহজনক হলে রাত দুইটার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ নিয়ে ফেরার পথে উক্ত স্থানে পৌছামাত্র পেছন থেকে আসা নেভী ব্লো কালারের একটি মিনি ট্রাক (যেটি এলাকায় গরু চোরের গাড়ি নামে পরিচিত) তাদের বহনকারী ইজিবাইক টমটমের গতি রোধ করে চালক এবং তার ষোল বছর বয়সী ছেলেকে মারধর শুরু করে। এতে নিরুপায় নুর আয়েশা তার কোলে থাকা মৃত শিশুর লাশ দেখালেও সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে তাদের মোবাইল এবং সাথে থাকা সর্বস্ব লুটে নেয় ।
এ সংবাদ মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তীব্র নিন্দার ঝড় ওঠে।
এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইজিবাইক যাত্রীর মোবাইল ছিনতাইয়ের একটি ঘটনা শুনেছেন ,জড়িতদের চিহ্নিত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে ।