অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানালো রাঙামাটির আইনজীবীরা

fec-image

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ ও মানববন্ধন করেছে রাঙামাটির আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা আদালত ভবনের মূল ফটকের সামনে এ প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের অভিলম্বে গ্রেফতার করতে হবে। একজন আইনজীবী তার এমন কি অপরাধ ছিলো তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। এমন অমানবিক, বর্বর কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আইনজীবী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আইনজীবীদের পক্ষ থেকে পুরো দেশে আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানানো হয়।

জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় সিনিয়র অ্যাডভোকেট মোক্তার আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার মুন্নাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন