parbattanews

আইনজীবী ইমতিয়াজ মাহমুদ হাইকোর্ট থেকে ৫৭ ধারার মামলায় আগাম জামিন নিয়েছেন

নিজস্ব প্রতিবেদক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায়  দায়ের করা এক মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তার আগাম জামিন মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল, এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার তানজিব উল আলম ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

গত শুক্রবার বিকালে শফিকুল ইসলাম নামে খাগড়াছড়ির এক বাসিন্দা ইমতিয়াজের বিরুদ্ধে বিতর্কিত ৫৭ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, “সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ সম্প্রতি তার ফেইসবুক আইডিতে পাহাড়ের ইস্যুতে নানা মন্তব্য করেছেন। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মধ্যে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হয়েছে। বাঙালি জাতিকে হেয় করে সেটলার আখ্যায়িত করা হয়েছে।।”

আইনজীবী ইমতিয়াজের পোস্টগুলো ‘পাহাড়ে দাঙ্গা’ লাগানোর জন্য পরিকল্পিত বলেও অভিযোগ করেন বাদী শফিকুল।

Exit mobile version