parbattanews

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে

রাজস্থলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। সোমবার (১১অক্টোবর) বিকেলে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়ায় পুলিশের বিট সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এএসপি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। সমাজে উশৃঙ্খল, অপরাধ, সন্ত্রাস, মাদকসহ সকল অপরাধ দমন করতে পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে। কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষে কাজ করা অত্যন্ত কঠিন। তাই দেশের জনগণ যদি সচেতন হয়ে অপরাধ দমনে পুলিশকে সাহায্য করলে দেশ থেকে অপরাধ দূর হয়ে যাবে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ খান এর সভাপতিত্বে এসময় রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

Exit mobile version