parbattanews

আইপিএলে নয়া রেকর্ড গড়তে যাচ্ছেন সাকিব!


পার্বত্য নিউজ ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজেদের ১৩তম ম্যাচে মাঠে নামছে সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ মে) রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই ম্যাচে তাদের প্রতিপক্ষ কোহলির রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।

চলতি আসরের ৫১তম এ ম্যাচে ভিন্ন একটি রেকর্ডের সামনে দাড়িয়ে আছেন টাইগার অলরাউণ্ডার সাকিব। ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আইপিএলের সব ক’টি আসরেই অংশ নিয়েছেন সাকিব আল হাসান। তবে এই ৮টি আসরের প্রথম ৭টিতে কলকাতার হয়ে ৪৩টি এবং এবার হায়দরাবাদের হয়ে ১২টি উইকেট নিয়েছেন সাকিব। আইপিএলে তার মোট উইকেট সংখ্যা ৫৫টি। কিন্তু মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আইপিএলের কোন আসরেই ১২টির বেশি উইকেট নিতে পারেনি বাঁহাতি এই অলরাউণ্ডার।

তাই এ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ১টি উইকেট পেলেই আইপিএলের কোন আসরে নিজের উইকেট সংখ্যাকে ছাড়িয়ে যাবেন তিনি।

যদিও ব্যাটে-বলে এবারের আইপিএলে সব থেকে ভালো সময় কাটাচ্ছেন সাকিব। ব্যাটিংয়ে ১২ ম্যাচের ১০ ইনিংসে ২৩.৭১ গড়ে ১৬৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১১৭। আর বোলিং গড় তার ৭.৭২। সেরা ফিগার ২-১৮।

সাকিব পারবেন কি নতুন এই রেকর্ড গড়তে? এর উত্তর পেতে হলে আমাদেরকে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

Exit mobile version