আওয়ামী লীগের আমলে সাড়ে ৩ হাজার মানুষ গুমের শিকার : প্রেস সচিব

fec-image

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সারা দেশের মানুষ স্বস্তি পেয়েছে। তারা হত্যা ও ডাকাতি করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, জনগণের সকল অধিকার খর্ব করেছে।

জুলাই-আগস্ট আন্দোলনে তারা ২ হাজার মানুষকে হত্যা করেছে। জাতিসংঘের প্রতিবেদন দেখলে বুঝতে পারবেন, কত জঘন্য কাজ আওয়ামী লীগ করেছে।’

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্সে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এ কথা বলেন। এ সময় জুলাইয়ের ঘোষণাপত্র আগামী ৩০ কর্মদিবসের মধ্যে হবে বলেও জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে গত ১৫ বছরে সাড়ে ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছে। এমনকি বাচ্চা পর্যন্ত গুম হয়েছে। আওয়ামীর কার্যক্রম নিষিদ্ধে পুরো দেশের মানুষ স্বস্তি পেয়েছে।’

এক রাতের আন্দোলনে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসলেও, শেখ হাসিনার পতনের গত ৯ মাসেও কেন আসেনি—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ মানুষকে খুন, গুম ও হত্যা করেছে।

এখনো তারা ভয়াবহ মিথ্যাচার করেই যাচ্ছে। এসবের কারণে দেশের জনগণ নিষিদ্ধের দাবি ওঠালে আওয়ামীর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এটি শুধু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি নয়, প্রায় সকল বড় দলেরও দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রেস সচিব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন