আওয়ামী লীগ পাহাড়ে বিভাজনের রাজনীতির জন্য দায়ী : ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, “শেখ মুজিব এবং আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িদের ‘বাঙালি’ হিসেবে আখ্যায়িত করার মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি শুরু করে। বিএনপি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বাঙালির পরিবর্তে বাংলাদেশি চেতনায় বিশ্বাস করে।”
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির বৈ-জয়ন্তী বৌদ্ধ বিহারে শতাধিক বৌদ্ধ ভিক্ষকে পিন্ডদান ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এসময় ওয়াদুদ ভূঁইয়া আরো বলেন, “আওয়ামী লীগ পাহাড়ে আঞ্চলিক দল সৃষ্টি করে ভ্রাতৃঘাতী সংঘাত শুরু করে। জনসংহতি সমিতিকে চাপে রাখার জন্য আওয়ামী লীগ চারটি আঞ্চলিক রাজনৈতিক দল তৈরি করেছে। কেএনএফসহ বিভিন্ন সংগঠন তৈরি করে অস্থিরতা তৈরি করেছে।”
পরে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় দেশনা প্রদান করে। এসময় বিভিন্ন বিহারের শতাধিক বৌদ্ধ ভিক্ষু, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।