আগামী দিনে সর্বস্তরে শ্রমিকদের নেতৃত্বে আনতে হবে: ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, শ্রমিকরাই নিঃস্বার্থভাবে এদেশের জন্য কাজ করে যাচ্ছে। তবু তারা তাদের নায্য অধিকার হতে বঞ্চিত হচ্ছে। মালিকরা তাদের উপর নির্যাতন করছে । তাদের নায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী দিনে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে শ্রমিকদেরকে বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে এবং সর্বস্তরে শ্রমিকদের নেতৃত্বে আনতে হবে ।
তিনি আরও বলেন, ১৯৯৫ সালের ১৫ নভেম্বর শেখ হাসিনা বলেছিলেন, চিরদিনের জন্য তত্বাবধায়ক সরকার চাই। এখন অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আর তত্বাবধায়ক সরকার চান না। শেখ হাসিনার অবৈধভাবে ক্ষমতা দখলের কারণে দেশের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তাই আজ বিশ্ব মানবধিকার সংগঠন গুলো মানবধিকার পুনরুদ্ধারে ঝাপিয়ে পড়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মাটিরাঙ্গা পৌর শ্রমিক দলের আয়োজনে চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মাটিরাঙ্গা পৌর শ্রমিক দলের নব গঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাটিরাঙ্গা পৌর শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউসুপ চৌধুরী, নাছির আহম্মদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী, সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা যুবদল সভাপতি সাহাবুব আলম সবুজ, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়া ,সাধারণ সম্পাদক শাহ জালাল কাজল প্রমুখ ।
এ সময় মাটিরাঙ্গা পৌর শ্রমিক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীগন উস্থিত ছিলেন।
নিউজটি ভিডিওতে দেখুন: