আজকে প্রথম আমি এতো সাংবাদিক দেখছি  : অধিনায়ক জামাল ভূঁইয়া

fec-image

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশে আসার পর থেকেই দেশের ফুটবলে অন্যরকম আবহ। সাধারণ ফুটবলপ্রেমীদের মতো গণমাধ্যমেও ফুটে উঠেছে দেশের ফুটবলের প্রতি বাড়তি আগ্রহ।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ-ভুটান। সেই ম্যাচ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ সম্মেলন কক্ষে আসনের চেয়ে অধিক সংখ্যক সাংবাদিক উপস্থিত হওয়ায় অনেকেই ফ্লোরে বসে পড়েন।

সাংবাদিকদের এমন পরিস্থিতি দেখে নিজেই ছবি ও ভিডিও করে রাখেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বুধবারের ম্যাচ নিয়ে প্রাথমিক বক্তব্যের পর জামালের কাছে মিডিয়ার উপচে পড়া ভিড় ও সাংবাদিকদের এমন অবস্থা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।

জবাবে অধিনায়ক বলেন, ‘এখানে বলা উচিৎ, আরও চেয়ার কেনা উচিৎ বাফুফের। আজকে প্রথম আমি এতো সাংবাদিক দেখছি। যা দেখে ভালো লাগছে। কিন্তু কষ্ট লাগছে আপনারা নিচে বসেছেন দেখে।’

জাতীয় ফুটবল দলের অধিনায়কের কষ্ট লাগলেও বাফুফের দায়িত্বশীল ব্যক্তিদের অবশ্য এতে খুব বেশি কিছু যায়-আসে না। সম্মেলন কক্ষে আসন সংকট ও সাংবাদিকবান্ধব পরিবেশ নেই- এটা দীর্ঘদিন ধরে বলে আসলেও কোনো সমাধান হয়নি। বাফুফের নবনির্বাচিত মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুকেও সাংবাদিকরা পান না প্রয়োজনীয় সময়ে।

সম্মেলন কক্ষের মতো সাংবাদিকদের ভিড় ছিল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন কাভারেও। স্টেডিয়ামে প্রবেশ নিয়ে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডাও হয় এ সময়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অধিনায়ক, অধিনায়ক জামাল ভূঁইয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন