আজ টাইগারদের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড


বিশ্বকাপের ১৩তম আসরে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধর্মশালায় বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। এদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
আফগানদের ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় হার দিয়ে শুরু হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।
বাংলাদেশ তাই বেশ ফুরফুরে মেজাজে আছে। চাপে থাকবে ইংল্যান্ডই। বিশ্বকাপের পরিসংখ্যানও ইংলিশদের চাপে ফেলতে পারে।
শক্তিমত্তায় ইংলিশরা বেশ এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ইংল্যান্ডের জন্য বেশ কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপে চারবারের দেখায় দুই দলের জয় সমান দুটি করে। সবশেষ তিনবারের হিসেব করলে বরং বাংলাদেশ এগিয়ে, টাইগারদের জয় দুটি, ইংলিশদের একটি।
তবে সবশেষ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে পারেনি বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম হিসেব করলেও ইংলিশদের বেশ এগিয়ে রাখতে হবে। দুই দলের সবশেষ পাঁচ দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি।
তারপরও বাংলাদেশ এবারের দলটি নিয়ে ভীষণ আশাবাদী সমর্থকরা। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সেই আশার পালে জোর হাওয়া বইয়ে দিয়েছেন সাকিব-মিরাজরাই। এবার ইংলিশ-পরীক্ষায় উৎড়ে গেলেই হয়!