আজ থেকে ঢাকায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে শুরু হচ্ছে পার্বত্য ফল মেলা ২০২৫

fec-image

আজ ১ জুলাই ২০২৫ পার্বত্য ফল মেলা-২০২৫ ঢাকার বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে উদ্বোধন করা হবে। এই মেলা চলবে ৫ জুলাই ২০২৫ শুক্রবার পর্যন্ত।

খোলা থাকবে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত। এই মেলায় বিভিন্ন ধরনের পাহাড়ি ফল পাওয়া যাবে এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ফল চাষ ও বিপণন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে এবং এটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং এ অঞ্চলের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অগ্রগতির জন্য অবকাঠামোসহ অন্যান্য খাতসমূহে সুষম উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে থাকে।

পার্বত্য ফল মেলার আয়োজন পার্বত্য জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নতির একটি সহায়ক অংশ বলে মনে করছে তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন