নারী পুলিশ সদস্যের প্রেমের ফাঁদে আটক সাজাপ্রাপ্ত পলাতক আসামি

খাগড়াছড়ির গুইমারা থানা পুলিশ অভিযান চালিয়ে মামলায় এক বছররের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কৃষ্ণ মোহন ত্রিপুরাকে (গুন্ডা ফাটা কৃষ্ণ) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত কৃষ্ণমোহন ত্রিপুরা গুইমারা মুসলিমপাড়া এলাকার মৃত উপেন্দ্র লাল ত্রিপুরার ছেলে।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে গোপন সংবাদরে ভিত্তিতে থানার এসআই, আব্দুল কাদেরের নেতৃত্বে চট্রগ্রাম দেওয়ান হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গুইমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) বিদ্যুৎ বড়ুয়া জানান, আটক কৃষ্ণ মোহন ত্রিপুরা র্দীঘদিন যাবত পলাতক ছিলো।পুলিশ তার ফোন নম্বর সংগ্রহ করে।পরে গ্রেপ্তারের উদ্দেশ্যে এক নারী পুলিশ সদস্যকে দিয়ে প্রেমের ফাঁদে আকৃষ্ট করা হয় তাকে। প্রেমের মোহে পড়ে প্রেমিকার ( নারী পুলিশ সদস্যের) সাথে দেখা করতে আসে। এ সময় আগে থেকে ওঁতপেতে থাকা এস আই আব্দুল কাদেরসহ পুলিশ সদস্যরা তাকে আটক করে গুইমারা থানায় সোর্পদ করে।
পরে তাকে খাগড়াছড়ি জেল হাজতে সোর্পদ করা হয়। এলাকায় সে নিজেকে গুন্ডা ফাটা কৃষ্ণ হিসেবে দাবি করে।তার নামে একাধিক মামলা রয়েছে।