parbattanews

আত্মকর্মসংস্থানের জন্য দীঘিনালা জোনের সেলাই মেশিন প্রদান

আত্মকর্মসংস্হানের জন্য দীঘিনালা জোনের উদ্যোগে এক অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ওই নারীর নাম জাহানারা বেগম(৩২)। সে উপজেলার রশিক নগর এলাকার বাদশা মিয়ার স্ত্রী। গত রোববার সকালে জোন সদরে সেলাই মেশিন তুলে দেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাফায়েতুর রহমান।

জানাযায়, গত ২৫ আগস্ট (বুধবার) ভারী বৃষ্টির কারণে জাহানারা বেগমের (৩২) বসতঘরের উপর পাহাড় ধসে পড়ে। ফলে বসতঘরটি ভেঙ্গে যায়। একদিকে পরিবারের ভরণপোষণ অন্যদিকে বসতঘর মেরামত জাহানারা বেগমের পক্ষে কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় বিষয়টি দীঘিনালা জোনের দৃষ্টিগোচর হলে, দীঘিনালা জোন অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ায়। পরে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাফায়েতুর রহমান জাহানারা বেগমের হাতে সেলাই মেশিন তুলে দেন।

সেলাই মেশিন সহায়তা পেয়ে জাহানারা বেগম(৩২) বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই অনুদান পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাফায়েতুর রহমান জানান,” সব সময় পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Exit mobile version