parbattanews

আত্মপ্রকাশ হতে যাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ‘জল পাহাড়ের গান’

rangamati-army-news-pic-07-12-16

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ‘জল পাহাড়ের গান’ অ্যালবাম । পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জনপ্রিয় ও উদীয়মান শিল্পীদের গাওয়া ১১টি গান দিয়ে সাজানো হয়েছে এ অ্যালবামটি। বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড এবং রাঙামাটি জোনের সহযোগিতায় ‘জল পাহাড়ের গান’ অ্যালবামের মোড়ক উন্মোচন হবে রাঙামাটি স্টেডিয়ামে বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায়। অ্যালবাম প্রকাশনার পাশাপাশি ‘কনসার্ট ফর সলিডারিটি’ অনুষ্ঠানে গাইবেন অ্যালবামের শিল্পীরাসহ তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। এ উৎসবে নামবে হাজারো মানুষের ঢল। তাই অনুষ্ঠানস্থলে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ব্যানার ফেস্টুন ও মাকিংয়ের মাধ্যমে এ উৎসব সবার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। যাতে স্থানীয় সবাই এ উৎসবের আমেজে মেতে উঠতে পারে।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি রিজিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙামাটি জোনের ভারপাপ্ত জোন কমান্ডার মেজর মো. মাঈনুল হাসান খান এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়নের জিটুআই মেজর তানবির, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙামাটি জার্নালিস্ট নেটওর্য়াকের সভাপতি শান্তিময় চাকমা প্রমূখ।

রাঙামাটি জোনের ভারপাপ্ত জোন কমান্ডার মেজর মো. মাঈনুল হাসান খান বলেন, আমরা আসলে গানের মাধ্যমে পার্বত্যাঞ্চলের আত্ম-অনুসন্ধানের চেষ্টা করেছি। গানের মাধ্যমে শ্রোতাদের পাহাড়ের স্বপ্নের রাজ্যে নিয়ে যেতে চাই। বিশ্বের কাছে পাহাড়ের এ প্রকৃতি রূপবৈচিত্র্য তুলে ধরার এ একটা মাধ্যম। একই সাথে পাহাড়ে স্থানীয় শিল্পীদেরও পরিচিতি বাড়লো। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের প্রযোজনায় জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হচ্ছে ভিন্নধর্মী এই গানগুলো। অনেকদিন ধরে পাহাড়ের গান নিয়েই কাজ করেছেন সঙ্গীত পরিচালক নিসার আহমেদ। একই সাথে রঞ্জিত দেওয়ান, নন্দন দেওয়ান, কোয়েল চাকমা, আর্চি রন মারমা, জয়ন্তী চাকমা, পারকি চাকমা, রূপায়ন দেওয়ান- এদের কণ্ঠেই শোনা যাবে গানগুলো।

অনুষ্ঠানে রাঙামাটি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা, সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সানাউল হক এসজিপি, পিএসসি উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান তিনি।

Exit mobile version