আত্মহত্যা করলেন টিভি অভিনেত্রী সেজল শর্মা


আত্মহত্যা করলেন ভারতীয় টেলিভিশনের দর্শকপ্রিয় অভিনেত্রী সেজল শর্মা।
শুক্রবার (২৪ জানুয়ারি) নিজ বাড়িতে আত্মহত্যা করেন ‘দিল তো পাগল হ্যায় জি’খ্যাত এ অভিনেত্রী। মুম্বাইয়ে মীরা রোডের শিভার গার্ডেনে রয়্যাল নেস্ট সোসাইটিতে এক বন্ধুর সঙ্গে ঘর ভাগ করে থাকতেন সেজল।
পুলিশ জানায়, ওইদিন রাত ২টা ৩০ মিনিটে সেজলের ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বন্ধু। তার আগে অনেক চেষ্টা করেও অভিনেত্রীর কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে তার রুমে ঢুকতে হয়।
এরপর অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ জানিয়ে চিঠি লিখে গেছেন সেজল। পুলিশের হাতে আসা সেই চিঠিতে সেজল জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই আত্মহত্যা।
‘দিল তো পাগল হ্যায় জি’ ছাড়াও ‘লাল ইশক’ এবং ‘জিঙ্গস জিন্দেগি ইউ’ নামের শোতেও দেখা গিয়েছে সেজলকে। এছাড়া ‘আজাদ পারিন্দে’ নামক একটি ওয়েব সিরিজেও কাজ শুরু করেন এ অভিনেত্রী।
সেজলের শেষকৃত্য তার জন্মস্থান উদয়পুরে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।