আদালতের আদেশে স্থগিত হলো সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বিবার্ষিক নির্বাচন

fec-image

সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন ‘সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’-এর দ্বিবার্ষিক নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সদস্যভুক্ত হওয়া ১৫ সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করায় সংক্ষুব্ধ ১০ জন সদস্য বাদী হয়ে কক্সবাজার সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেছিলেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সিনিয়র সহকারী জেলা জজ থেকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি পাওয়া সুশান্ত চাকমা এই আদেশ দিয়েছেন।

আদেশে বলা হয়, নতুন সদস্যভুক্ত ১৫ জনকে ভোটাধিকার দিয়ে নতুনভাবে তফসিল দিয়ে নির্বাচন আয়োজন করতে হবে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে।

বাদীপক্ষের আইনজীবী একরাম হোসেন সাদ্দাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬ নভেম্বর শামসুল আলম শ্রাবণ, জহিরুল ইসলাম, নাছির উদ্দিন আল নোমানসহ ১০ জন সদস্য বাদী হয়ে তাদের ভোটাধিকার ফিরে পেতে কক্সবাজার সিনিয়র সহকারী জেলা জজ আদালতে মামলাটি করেছিলেন। মামলায় প্রধান নির্বাচন কমিশনার মুহম্মদ নূরুল ইসলাম, নির্বাচন কমিশনার এস এম আমিনুল হক চৌধুরী ও মাহবুবর রহমান এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার- জেইউসির বর্তমান সভাপতি জি এ এম আশেক উল্লাহ ও সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ারকে বিবাদী করা হয়।

আদালত মামলাটি আমলে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বিবাদীদের বিরুদ্ধে আদেশ জারি করেন। নির্বাচন কমিশনাররা নির্ধারিত সময়ের মধ্যে তাদের লিখিত জবাব আদালতে জমা দেন। বৃহস্পতিবার মামলাটির শুনানির দিন ধার্য করা হয়। এদিন দুপুরে সিনিয়র সহকারী জজ সুশান্ত চাকমার আদালতে দীর্ঘসময় ধরে শুনানি হয়।

আদালত দুপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে পরে রায় দেওয়ার ঘোষণা দেন। বিচারক বিকেলে প্রাথমিকভাবে নির্বাচন স্থগিতের আদেশ জারি করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন