parbattanews

আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক প্রতিযোগিতায় নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন

বাইশারী প্রতিনিধি:

এ্যাডহক রামু রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক প্রতিযোগিতায় নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ১১টি স্বর্ণ, ৫ রৌপ্য, ৭টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর হেড কোয়াটারের আয়োজনে ১৮টি ইভেন্টে ১২৮জন খেলোয়াড় নিয়ে এ্যাডহক রামু রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক প্রতিযোগিতা শুরু হয়। গত ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি সদর হেড কোয়াটারে মোট ৭টি ব্যাটালিয়ন খেলায় অংশ গ্রহন করে। এর মধ্যে ৩১ বিজিবি ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য, ৭টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হন এবং ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৭টি স্বর্ণ, ৫টি রৌপ্য, ২টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়াও ৪টি স্বর্ণ পদক পেয়ে শ্রেষ্ঠ নবীন খেলোয়ার হওয়ার গৌরব অর্জন করেছেন ৩১ বর্ডারগার্ড ব্যাটালিয়নের সিপাহী আসিফ রানা এবং শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়ার ৩৪ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অবৈতনিক ল্যান্স নায়েক মো. মনোয়ার হোসেন।

খেলা শেষে বিকেল ৫টায় ৩১ বিজিবি সদর দপ্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এ্যাডহক রামু রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক এসজিপি, বিজিবিএম, পিএসসি।

এতে বিশেষ অতিথি হিসেবে ব্যাটালিয়নের ৩১ বিজিবির অধিনায়ক আনোয়ারুল আজিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন পদস্থ সামরিক কর্মকর্তা এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।

Exit mobile version