আন্দোলনে গুলি চালানো সেই এবিপিএন সদস্য গ্রেপ্তার
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য মো. সুজন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায় সুজন ছাত্রদের টার্গেট করে গুলি করে। এতে বেশ কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ নিহত হয়। এমনিকি শেখ হাসিনার পদত্যাগের ঘটনা ছড়িয়ে পড়লে নির্বিচারে ছাত্র ও জনসাধারণের ওপর গুলি চালায় সুজন।
এ সময় ডিএমপির রমনা জোনের তৎকালীন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আখতার হোসেনকে পাশে দাঁড়িয়ে নির্দেশ দিতে দেখা যায়।
ঘটনাপ্রবাহ: এবিপিএন সদস্য, গ্রেফতার
Facebook Comment