আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার
খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রফিক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক সম্পর্কে ভুক্তভোগীর আপন চাচা বলে জানা গেছে।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে অভিযুক্ত মো. রফিককে আটক করে সদর থানা পুলিশ ।
এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুল ছাত্রীর পাশাপাশি রুমে থাকতেন অভিযুক্ত রফিক। গতকাল শনিবার (২ নভেম্বর) রাতে ঘুমন্ত ওই ছাত্রীর রুমে ঢুকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে চলে যায় আপন চাচা রফিক। পরে আজ সকালে ভুক্তভোগী স্কুল ছাত্রী বিষয়টি তার বাবা-মাকে জানায়। এ ঘটনা শুনে অভিযুক্ত রফিককে জিজ্ঞাসাবাদ করলে তা স্বীকার করেন। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে রফিককে আসামি করে সদর থানায় একটি এজাহার দায়ের করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আসামি রফিক ও ভুক্তভোগী সম্পর্কে আপন চাচা ভাতিজি। আসামি রফিককে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।