আপামর জনসাধারণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় : সাবেক এমপি শাহজাহান
জুলাই বিপ্লবের পর দেশের আপামর জনসাধারণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান।
শনিবার (০৯ নভেম্বর) রাঙামাটি জেলা শহরের আল-আমিন মাদ্রাসার মিলনায়তনে জামায়তের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন, জামায়াত নিজেদের যোগ্যতার প্রমাণ করেছে। একটি সুশৃঙ্খল দল হিসেবে জামায়াত দেশের ক্রান্তিলগ্নে অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় যুগোপযোগী ভূমিকা পালন করেছে। সামাজিক সমস্যা সমাধান, মানবিক সহায়তা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা পালন করছে। জামায়াতের প্রত্যেক দায়িত্বশীলকে জনগণের সাথে একাত্মতা পোষণের মাধ্যমে দেশে যাতে আর ফ্যাসিবাদী কোনো অপশক্তির আবির্ভাব না হতে পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।
জেলা জামায়াতের আমির আমীর আবদুল আলীমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম টীম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকী। এসময় সংগঠনটির শু’রা ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জেলা জামায়াতের আমীর হিসেবে মুহাম্মদ আবদুল আলীমকে পুননির্বাচিত করে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মুহাম্মদ শাহজাহান।