parbattanews

আফগানিস্তানের প্রতি সতর্ক দৃষ্টি বাংলাদেশের

আগামীকাল সোমবার (২৪ জুন) সাউদাম্পটনে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মাঠেই ভারতকে মাত্র ২২৪ রানে থামিয়ে দিয়েছে আফগানদের ঘূর্ণি। তাই দলটি নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ।

শনিবার (২২ জুন) ভারতের বিপক্ষে মাত্র ১১ রানে হেরে যায় আফগানিস্তান। কিন্তু এই হারের আগে ভারতকে এক প্রকার কাঁপিয়ে দিয়েছে নবী-রশিদরা। তাই সোমবার (২৪ জুন) সেই আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক টাইগাররা। এমনটাই জানালেন দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

এ প্রসঙ্গে মিঠুন বলেন, ‘স্পিন আমরা সব সময়ই ভালো খেলি। যদিও ওদের দলে বিশ্বমানের স্পিনার আছে। যখন কোনো ব্যাটসম্যান ছন্দে থাকে, তখন পেস-স্পিন যেকোনো আক্রমণে মানিয়ে নেওয়া খুব একটা সমস্যা না। আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে ব্যাটিং। ব্যাটসম্যান যখন ছন্দে থাকে মানসিকভাবে সে যেকোনো কিছুতেই সে মানিয়ে নিতে পারে।’

দলের সতর্কতা প্রসঙ্গে মিঠুনের ভাষ্য, ‘আমার তো মনে হয় আফগানিস্তানের বিপক্ষে আমাদের বেশি সতর্ক থাকতে হবে। অস্ট্রেলিয়ার কাছে হারলে আপনারা মেনে নেবেন। তারা র্যা ঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক ওপরের দল। কিন্তু আফগানিস্তানের কাছে হারলে… আসলে সবাই প্রত্যাশা করে, ওদের বিপক্ষে আমরা যেন জিতি। প্রতিটি ম্যাচই আমাদের কাছে সমান। প্রতিটি ম্যাচ জিততেই আমরা নামি। তবে এ ম্যাচে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।’

Exit mobile version