আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি।
বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেওয়া নিয়ে আফগানিস্তান অধিনায়ক বলেন, শারজায় রান তাড়া কিছুটা কঠিন। তাই আগে ব্যাট করে বড় স্কোর করতে চান তারা। টস হারলেও ভালো বোলিং আক্রমণ দিয়ে আফগানিস্তানকে নাগালের মধ্যে আটকে রাখার কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
Facebook Comment