parbattanews

আবর্জনায় ভরাট হচ্ছে নাইক্ষ্যংছড়ি খাল

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরে গড়ে উঠা কবির টাওয়ারের ময়লা আবর্জনায় নাইক্ষ্যংছড়ি খালের বেশ কিছু অংশ ভরাট হয়ে গেছে।

উপজেলা সদরে সুবিধাজনক স্থানে ডাস্টবিন না থাকায় এই মার্কেটের সব ময়লা খালে ফেলা হচ্ছে। শুধু এই মার্কেট নয়, নাইক্ষ্যংছড়ি খালের বিভন্ন স্থানে ময়লা আবর্জনা ও পাহাড়ি ঢলে ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে উপজেলা সদরে বন্যার পানিতে ডুবে থাকে।

খাল ভরাটের বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন জানান- নাইক্ষ্যংছড়ি খালটি খনন করা গেলে, বর্ষা মৌসুমে উপজেলা সদর বন্যা থেকে রেহাই পাবে। খাল খননের বিষয়টি প্রশাসনিক ভাবে সংশ্লিষ্ট মহলে অবহিত করা হবে বলে জানান তিনি।

গতকাল সরেজমিনে দেখা যায়, নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের বিপরীতে কবির টাওয়ায়ারের বিভিন্ন দোকানের ময়লা আবর্জনা ফেলার জায়গা না পেয়ে খালের পাড়েই ফেলছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, দিন যতো যাচ্ছে, খালে ময়লা ফেলার পরিমাণও বাড়ছে। একসময় এই খাল দিয়ে নৌকা চলাচল করতো কিন্তু আজ  খালটি অধিকাংশ ভরাট হয়ে গেছে।

Exit mobile version