parbattanews

আবহাওয়া ভাল হওয়ায় পর্যটক বাড়ছে রাঙামাটিতে

রাঙামাটিতে গত দু’দিন ধরে পর্যটকের সংখ্যা বেড়েছে। গত কয়েকদিন বৈরী আবহাওয়া থাকার কারণে পর্যটক না আসলেও আবহাওয়ার উন্নতির সাথে সাথে পর্যটকের সমাগম বেড়েছে। রাঙামাটি পর্যটন হোটে-মোটেল বুকিংয়ের পাশাপাশি জেলার অন্যান্য হোটেলগুলো বুকিং বাড়ছে। তবে তুলনামূলক পর্যটকের জোয়ার নামেনি।

চট্টগ্রাম থেকে বেড়াতে আসা ফারহানা নাজনীন বলেন, রাঙামাটিতে এসেছি অনেক বছর পরে। ঘুরে বেশ ভাল লাগছে।

চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে বেড়াতে আসা ব্যবসায়ী মো. আসাদ বলেন, করোনা পরবর্তী সময়ে ঈদুল ফিতরের বন্ধে প্রিয় জায়গা রাঙামাটিতে ছুটে এসেছি। কয়েকদিন থাকবো।

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া খারাপ থাকার কারণে ঈদের দিন থেকে পর্যটক আসেনি। আবহাওয়া উন্নতি হওয়ার সাথে সাথে পর্যটকের আগমন শুরু হয়েছে। ট্যুরিস্ট স্পটগুলোতে ভিড় করছেন পর্যটকরা। ব্যবসায়ীরাও কিছুটা স্বস্তীর নি:শ্বাস ফেলছে পর্যটক আসায়। তারা আশা করছেন ঈদুল ফিতরের ছুটির দিন শেষ হলেও পর্যটকের আগমন বন্ধ হবে না।

রাঙামাটি বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, গত দু’দিন ধরে ট্যুরিস্ট এসেছে, ভাল লাগেছে। তবে তুলনামূলক ট্যুরিস্ট আসেনি।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার সৃজন বিকাশ বড়–য়া বলেন, জেলায় গত দু’দিন ধরে বেশ পর্যটক আসতে শুরু করেছে। ভাল লাগছে পর্যটক আসায়। দিন গড়ার সাথে সাথে পর্যটকের সংখ্যা আরো দ্বিগুণ হবে বলে আশা করছেন তিনি।

Exit mobile version