আবারও রানাকে ১৩ দিনের রিমান্ড দিল আদালত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সাভারে ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানাকে পৃথক তিন মামলায় আবারও ১৩ দিনের রিমান্ডের দিয়েছে আদালত। বুধবার বিকেলে রানাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
অস্ত্র, ফেনসিডিলি ও হত্যা মামলায় মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো ১৯ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এর প্রেক্ষিতে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম অস্ত্র মামলায় ছয় দিন এবং অবৈধ ফেনসিডিলি রাখার মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে হত্যা মামলায় রানাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসান।
হত্যা মামলায় রানাকে ইতিমধ্যে আট দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রিমান্ড শেষ হওয়ায় বুধবার তাকে আদালতে হাজির করে পৃথক তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে রিমান্ড আবেদন জানায় পুলিশ।