আবার চেনা চেহারায় বাংলাদেশ

 স্পোর্টস ডেস্ক

বুলাওয়ে: দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা আনলো স্বাগতিক জিম্বাবুয়ে। রবিবার বুলাওয়ের কুইন্স স্পোটর্স মাঠে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ফলে তৃতীয় ওয়ানডে পরিণত হলো অলিখিত ফাইনালে।

টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান করে বাংলাদেশ। জবাবে ১৩ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। ওপেনিং জুটিতে ২৯ রান তুলে আউট হন হ্যামিলটন মাসাকাদজা। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ রান যোগ করেন ভুসিভুসি সিবান্দা ও সিকান্দার রাজা।

দলীয় ৯৪ রানে জিম্বাবুয়ে ইনিংসে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান ও শফিউল ইসলাম। ৪৯ রানে সিবান্দা ফিরে যাওয়ার পরের ওভারের প্রথম বলেই আউট হন রাজা (২৩)। এ সময় ভালোভাবেই খেলায় ফিরেছিল বাংলাদেশ।

কিন্তু অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস মিলে ৭৩ রানের জুটি গড়লে ম্যাচ চলে যায় জিম্বাবুয়ের হাতে। ৩৭ রানে টেইলর আউট হলেও ক্যারিয়ার সেরা ৭৮ রানের ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামস। তার সাথে ৩৯ রানে অপরাজিত ছিলেন ম্যালকম ওয়ালার।

বাংলাদেশের পক্ষে শফিউল নেন ২টি উইকেট। এছাড়া সাকিব ও জিয়াউর নেন ১টি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে রাজ্জাকের ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে ভর করে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান করে বাংলাদেশ। মাত্র ২২ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন রাজ্জাক। অর্ধশতক পূরণ করেছেন ২১ বলে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১০ রানে তামিম ইকবার (৬) ও ১৬ রানে মোহাম্মদ আশরাফুল (৮) রানে ফিরে যান।

ঘুরে দাঁড়ানোর একটা সম্ভবনা দেখা দিয়েছিল অধিনায়ক মুশফিকুর রহিম ও মমিনুল হকের জুটিতে।

কিন্তু আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে শেষ হয় সেই আশা। ২৬ রান করে চিগুম্বরার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন মুশফিক। ২৪ রানে সাজঘরমুখী হয়েছেন মমিনুলও।

ভালো করার প্রত্যয়ে ব্যাট করছিলেন সাকিব আল হাসান। কিন্তু ৩৫ বলে ৩৪ রান করে তিনিও ফিরে যান সাজঘরে। প্রসপার উৎসেয়ার শিকার হন সাকিব।

আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান নাসির আউট হন ৩৬ রানে। আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ৩১ রান।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে এলটন চিগুম্বরা ৩টি ও সাতারা নেন ২টি উইকেট। দুইদলের তৃতীয় তথা শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মে একই ভেন্যুতে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন