আমির খানের ‘সিতারে জামিন পার’, পেহেলগামে হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে যত কথা

fec-image

ট্রেইলার মুক্তির পর বলিউড অভিনেতা আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’ বয়কটের ডাক উঠেছে সোশাল মিডিয়ায়, যদিও তার সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক নেই।

নিউজ এইট্টিন লিখেছে, সিনেমাটি না দেখার অনুরোধ জানিয়ে ইন্টারনেটে প্রচার চালাচ্ছেন কেউ কেউ।

তাদের যুক্তি দুটি। প্রথমত, কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার বদলায় ভারত যে অভিযানে নেমেছে, সেই অপারেশন সিঁদুর নিয়ে আমিরের প্রতিক্রিয়া জানাতে ‘দেরি হয়েছে’।

দ্বিতীয়ত, আমিরের তুরস্ক সফরের পুরনো একটি ভিডিও ফের সামনে এসেছে, যেখানে তাকে দেখা গেছে দেশটির ফার্স্ট লেডির সঙ্গে।

আমির খান সোশাল মিডিয়ায় নেই, তাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রশংসা জানিয়ে এ অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠান ‘আমির খান প্রোডাকশনস’ একটি বিবৃতি প্রকাশ করে।

তবে অনেকে বলতে থাকেন, সিনেমার ট্রেইলার প্রকাশের ঠিক আগে এমন বার্তা দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রচারের কৌশল হতে পারে। অনেকে এটিকে ‘অপোর্টুনিজম’ বলেও আখ্যা দেন।

আবার তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে আমির খানের সাক্ষাতের পুরনো ভিডিয়া নিয়ে আপত্তির কারণ তুরস্কের ‘পাকিস্তানপ্রীতি’। এ কারণে আমিরের ওই সাক্ষাতও ‘ভারতবিরোধী’ বলে বয়কটকারীদের ভাষ্য।

একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “আমির খান পেহেলগাম হামলা নিয়ে কোনো মন্তব্য করেননি। তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, যারা পাকিস্তানের পক্ষে কথা বলেন। তাই এবার বয়কট করা হোক আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’।”

মঙ্গলবার প্রকাশ হওয়া সিনেমার ট্রেইলারে দেখা গেছে, আমির একজন বিখ্যাত বাস্কেটবল কোচ, কিন্তু তার রূঢ় স্বভাবের কারণে বিভিন্ন জায়গায় সম্মান হারান। পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি, সেই বিবাদ সমাধানে তাকে আদালতে যেতে হয়।

সেখানে তাকে শাস্তি দেওয়া হয়, একদল বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে বাস্কেটবল শেখাতে হবে। তাদের কোচ বানানো হয় আমিরকে।

তবে ট্রেইলারটি প্রচারের পর থেকেই অনেকে বলছেন, স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনসের’ ইংরেজি সিনেমা ‘চ্যাম্পিয়ন্সের’ নকল আমিরের ‘সিতারে জামিন পার’।

তবে এত সমালোচনার মধ্যে এখনো অভিনেতা কিংবা তার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

‘সিতারে জামিন পার’ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে ২০ জুন। এটি আমিরের দারুণ সাড়া ফেলা চলচ্চিত্র ‘তারে জামিন পার’ এর সিকুয়েল।

আর এস প্রসন্নের পরিচালনায় এ সিনেমায় আমির কেবল মূল চরিত্রের অভিনেতাই নয়, প্রযোজনাও করছেন। এই সিনেমা দিয়ে ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান। যাদের প্রত্যেকেই বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন।

এই ১০ জন হলেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর।

সিনেমায় আরও অভিনয় করেছেন করেছেন জেনেলিয়া ডি সুজা, দারশিল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেননসহ আরো অনেকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন