parbattanews

আরকান আর্মিকে চাঁদা দিতে নিষেধ করায় শিক্ষা অফিসারকে ছুরিকাঘাতে খুন

মিয়ানমার রাখাইন প্রদেশের মংডুর জেলা শিক্ষা অফিসার আরকান আর্মিকে চাঁদা দিতে নিষেধ করায় তাকে ছুরিকাঘাতে নিহত করা হয়েছে। নিহত মিন মিন শান (৩৮)।

রবিবার (২ অক্টোবর) গভীর রাতে মংডু কাইন্ডা পাড়ার নিজ অফিস সংলগ্ন বাসায় তাকে খুন করা হয়।

অনুসন্ধানে জানা যায়, মিয়ানমার রাখাইন প্রদেশের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি (এএ) দীর্ঘদিন যাবত প্রত্যেক সরকারি-বেসরকারি দপ্তর হতে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলো। মংডু জেলা শিক্ষা অফিসের অধিনস্ত টাউনশিপ শিক্ষা অফিসের শিক্ষা অফিসার সকল কর্মচারীকে বিদ্রোহী গ্রুপকে (এএ)  চাঁদা না দেওয়ার জন্য নির্দেশ দিলে বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি (এএ) ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করছেন বলে জানা যায়।

সরকার বিষয়টির কারণ অনুসন্ধানের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে চেষ্ট করলেও শেষ পর্যন্ত তা জানা সম্ভব হয়নি।

Exit mobile version