রোহিঙ্গা ক্যাম্পে আরসা সেকেন্ড ইন কমান্ড হাসিম গণপিটুনিতে নিহত

fec-image

টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাংয়ের ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নিহত হয়েছে কথিত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এর সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হাশেম। তিনি ওই ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে।

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা। তবে প্রথম দিকে পুলিশ কিংবা এপিএনের কোন সুত্রই লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নি। পরে রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান। রোহিঙ্গাদের গণপিটুনিতে হাশেমের মৃত্যু হয়েছে বলে তার ধারণা। অবশ্য প্রশাসন আরসার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই বলে দাবি করে আসছে।

বিভিন্ন সুত্রে জানা গেছে, আরসার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাম্পে ত্রাস সৃষ্টি করে আসছিল হাশেম। রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ও মাদরাসায় হামলা চালিয়ে ছয় জন হত্যার অন্যতম হুকুমদাতা সে। এসব ঘটনার কারণে রোহিঙ্গারা তার ওপর চরম ক্ষুব্ধ ছিল। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সাধারণ রোহিঙ্গারা তাকে পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আরসা, রোহিঙ্গা, রোহিঙ্গা নেতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন