আরাকান অঞ্চলে শরনার্থীদের জন্য আশ্রয়ণের ঘর জরুরি প্রয়োজন


আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাসরত শরনার্থীদের জন্য বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই আশ্রয়ণের ঘর বা মাথা গোঁজার ঠাঁই পেতে জরুরি প্রয়োজন বলে জানিয়েছে স্থানীয় শরনার্থীরা।
আরাকান অঞ্চলে টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ায় আশ্রয়ের অভাবে শরনার্থীরা রাস্তার ধারে ও ফসলের মাঠে জরাজীর্ণ ভাঙ্গা ঝুপড়িতে অস্থায়ী আশ্রয় নিতে হচ্ছে। শরনার্থীরা জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই তাদের জন্য আশ্রয়ণ ঘরে উপযুক্ত ছাউনি ও বৃষ্টি থেকে সুরক্ষার ব্যবস্থা প্রয়োজন।
আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রায় লক্ষাধিক শরনার্থী বসবাস করছেন বলে ইউনাইটেড লীগ অফ আরাকান (ইউএলএ)-এর মানবিক ও উন্নয়ন সহযোগিতা অফিস (এইচডিসিও)-এর তথ্য অনুযায়ী জানা গেছে।
এর আগে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) শরনার্থীদের জন্য বাঁশ কাঠ ও ত্রিপল সহ অন্যান্য সহায়তা প্রদান করলেও ২০২৪ সালের নভেম্বর মাস থেকে আন্তর্জাতিক মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় শরনার্থীরা এখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।